
কালিহাতী প্রতিনিধি||
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা, কালিহাতী পৌর ও এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালিহাতী পৌর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
রোববার (৮ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিলটি কালিহাতী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় আ’লীগ কার্যালয়ের সামনে এসে শেষ করে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
তিনি তার বক্তব্যে বলেন, এমপি কিভাবে টাকা পয়সা দিয়ে অবৈধভাবে কমিটি ভেঙ্গে দিয়েছে যা সম্পূর্ণ অবৈধ। তিনি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের নিয়ে চলেন এবং তাদের দিয়ে রাজনীতি করাতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মাদক ব্যবসায়ী, জামাত, বিএনপি নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে সমর্থন করবেন কি না? তাদের প্রতিহত করতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং তাদের কালো হাতকে ভেঙ্গে দিবেন, আমি আপনাদের পাশে আছি এবং আপনাদের সাথেই থাকবো।
এসময় বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল হাদি নিশাত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজিব, কোকডহরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহরাব হোসেন, সহদেবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, নারান্দিয়া ইউনিয়ন ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোলায়মান, বাংড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কণক মন্ডল, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, বীর বাসিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টুটুল, গোহালিয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিক নিয়ম মেনে সম্মেলনের মাধ্যমে কালিহাতী পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কিভাবে জেলা ছাত্রলীগ বিলুপ্তি করে সেটি জানতে চেয়ে এবং আগামীতে কালিহাতী উপজেলা ছাত্রলীগের যে কমিটি গঠন করা হবে সেটি যেন টাঙ্গাইলে না বসে কালিহাতী এসে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যেন গঠন করা হয় সেই দাবি জানান জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নিকট।