সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাথমিক সহকারী শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মৃণাল কান্তি ঘোষকে সভাপতি ও সাজু আহাম্মেদ শিমুলকে সাধারণ সম্পাদক করা হয়। শনিবার (৭ অক্টোবর) বিকেলে এ কমিটি গঠন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক (মিলন), সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও মোখলেছুর রহমান।
এ সময় কমিটি গঠনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী শিক্ষক আকলিমা বেগম লিপি, মোহাম্মদ আলী, কাজী মোর্শেদা, শাহ আলম, নাসিমুল বিপ্লব, বিনয় কর্মকার ও উত্তম কর্মকারসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।
৩১৩ Views