
স্টাফ রিপোর্টার॥
টাঙ্গাইল সার্র্কিট হাউজের নবনির্মিত ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৮ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে টাঙ্গাইল সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি, হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি, আতাউর রহমান খান এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, খান আহমেদ শুভ এমপি, খন্দাকার মমতা হেনা লাভলী এমপি, অপরাজিতা হক এমপি, জেলা প্রসাশক কয়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুনসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ।