ভূঞাপুরে সরকারি নির্দেশনা মানছে না কেউ ॥ ছিঁড়ে ফেলেছে সাইনবোর্ড

অপরাধ টাঙ্গাইল টাঙ্গাইল স্পেশাল ভূঞাপুর লিড নিউজ

ভূঞাপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে সরকারি পুকুরে অবাধে ফেলা হচ্ছে বাসা-বাড়িসহ পৌরসভার ময়লা-আবর্জনা। এতে করে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন পুকুরে পাশে থাকা দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থী, হাসপাতালের রোগী, থানা ও ভূমি কার্যালয়ে আসা সেবাগ্রহীতারা।

সম্প্রতি সরকারি পুকুরে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে একাধিবার নিষেধ করে নির্দেশমূলক সাইনবোর্ড টাঙানো হয়। নির্দেশনায় বলা হয়েছে- ১নং খাস খতিয়ানভুক্ত ৮২০ দাগে ০.৪৮ একর এবং ৮২১ দাগে ০.২৭ একর মোট ০.৭৫ একরের পুকুরটি সরকারি সম্পত্তি। এতে আরও বলা হয়- সরকারি স্বার্থ, পুকুরের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্ন পরিবেশ রক্ষার্থে আশে-পাশে ময়লা আবর্জনা ফেলা নিষেধ। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন নির্দেশনার সাইনবোর্ড টাঙানোর কিছুদিন যেতে না যেতেই নির্দেশমূলক সাইডবোর্ডটি ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। সাইনবোর্ড টাঙিয়ে একাধিকবার নিষেধ করা হলেও তা কোনো কাজে আসছে না। সরকারি এই সম্পত্তি (পুকুরটি) এখন দিনদিন ময়লার ভাগারে পরিণত হচ্ছে। সাইনবোর্ড ছিঁড়ে ফেলা দুর্বৃত্তদের আইনের আওতায় আনা উচিত।

শিক্ষার্থী সাগর মিয়া বলেন, ভূমি অফিসের এই পুকুরে ময়লা-আবর্জনা ফেলা হয়। এতে করে আমরা দুর্গন্ধে পুকুরের পাশের রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। সরকারি সাইনবোর্ড টাঙানো হলেও তা মানা হয় না। উল্টো দুর্বৃত্তরা সাইনবোর্ড ছিঁড়ে ফেলেছে। ময়লা ফেলারোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি। হাসপাতালে আসা রোগী ফলদা গ্রামের বেল্লাল হোসেন বলেন, পুকুরে ময়লা-আবর্জনা ফেলা হয় দুর্গন্ধে থাকা যায় না। দুর্গন্ধে সুস্থ মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। রোগীরা তো আরও অসুস্থ হয়ে পড়বে। এখানে যেন ময়লা ফেলা না হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন জানান, ভূমি অফিসের পুকুরটিতে ময়লা আবর্জনা ফেলা বন্ধে ও সৌন্দর্য রক্ষায় সাইনবোর্ড দেয়া হয়েছে। জানতে পেরেছি সাইডবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে এবং ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। যারা সাইনবোর্ড ছিঁড়ছে ও ময়লা ফেলছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

১৩৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *