
সখীপুর প্রতিনিধি ।।
কৃষি জমিতে কাজ করছেন কৃষকেরা। পাঞ্জাবি ও টুপি পরে মুয়াজ্জিন পরিচয় দিয়ে কৃষকদের সঙ্গে কথা বলতে যান তিনি। একপর্যায়ে খেতে কাজ করা শাহাদাত হোসেন (৪২) নামের এক ব্যক্তির নাম-পরিচয় জানার পর তাঁকে জাপটে ধরেন ওই মুয়াজ্জিন। পরে হাতকড়া বের করলে এ সময় শাহাদাত পালানোর চেষ্টা করেও বিফল হন। পরে সবাই জানতে পারেন, মুয়াজ্জিন পরিচয়ে আসা ব্যক্তি পুলিশের এএসআই এনামুল হক।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দেওবাড়ী গ্রামে শনিবার (৭ অক্টোবর) এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন উপজেলার যাদবপুর চাকলাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ২০১৯ সালে টাঙ্গাইলের একটি আদালত স্ত্রীর করা মামলায় শাহাদাতকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও এক বছরের সাজা দেন। এর পর থেকে তিনি চার বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন। ওসি শেখ শাহিনুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত আসামি শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৭ অক্টোবর) এ তাকে আদালতে পাঠানো হবে।