
স্টাফ রিপোর্টার ॥
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল খেলায় মির্জাপুর উপজেলা দল জেলা পর্যায়ে ফাইনালে উন্নীত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের খেলায় ২-০ গোলে তারা বাসাইল উপজেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) একই স্টেডিয়ামে ফাইনালে তারা ধনবাড়ি উপজেলার মুখমুখী হবে বলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানিয়েছেন। উল্লেখ্য প্রথমবারের মত অংশ নিয়ে মির্জাপুর উপজেলা বালিকা ফুটবল দল ফাইনালে উন্নীত হয়েছে।
এদিকে মির্জাপুর উপজেলা বালিকা দল ফাইনালে উন্নীত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।