মধুপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ওসির ক্যাম্পেইন

আইন আদালত টাঙ্গাইল মধুপুর

হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইল জেলার সর্ব উত্তরের উপজেলার নাম মধুপুর। লাল মাটি অধ্যূষিত মধুপুর নানা কারণে দেশের মানুষের কাছে অতি পরিচিত একটি নাম। ভৌগোলিক অবস্থানগত কারণে জামালপুর-ময়মনসিংহ জেলার সীমান্ত এ উপজেলা। রয়েছে ইতিহাসখ্যাত শালবন। ফকির সন্ন্যাসী আন্দোলন ও আনন্দ মঠের স্মৃতি ধন্য মধুপুরকে আনারসের রাজধানীও বলা হয়ে থাকে। মধুপুর আনারস চত্বর থেকে জামালপুর-ময়মনসিংহ-টাঙ্গাইল জেলা শহর প্রায় সমান দুরত্ব। প্রায় ৪৭/৪৮ কি. মি.। মধুপুর একটি শান্তিপূর্ণ উপজেলা হিসেবে আশপাশের উপজেলায় সুনাম রয়েছে। মধুপুর উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছেন সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান। যোগদানের পর থেকে তিনি স্কুল, কলেজ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সচেতনতা ক্যাম্পেইন, সভা, সেমিনার ও আলোচনা সভা করে যাচ্ছেন।

রবিবার (৮ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে গড়ে উঠুক এ জন্য মধুপুর রানী ভবানী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং এর কূফল সম্পর্কে ছাত্র-ছাত্রী শিক্ষকদের সমন্বয়ে সচেতনতা ক্যাম্পেইন করেছেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীরা যেন ভুল পথে পা না দেয় সে জন্য অভিভাবকদের সচেতন হওয়া জরুরী বলে মনে করেন এই কর্মকর্তা। একটি শান্তি প্রিয় বাসযোগ্য মধুপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন ওসি মোল্লা আজিজুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রানী ভবানী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এরশাদ আলী বলেন, তাদের বিদ্যালয়ে ওসি মোল্লা আজিজুর রহমান সচেতনতা সভা করেছে। বাল্য বিবাহ ইভটিজিংসহ নানা বিষয়ে সচেতনতার কোন বিকল্প নেই। প্রশাসন অভিভাবক শিক্ষক শিক্ষার্থীসহ সকলে মিলে সচেতন হলে এ সমস্যা কমে আসবে। এ বিষয়ে সকলের সমন্বিত প্রচেষ্টা দরকার।
এর আগে তিনি প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে গিয়ে জুমার নামাজের আগে সামাজিক সমস্যা, জঙ্গিবাদ ও বিভিন্ন কুসংস্কার নিয়ে নিয়মিত মুসুল্লিদের সাথে মত বিনিময় করে যাচ্ছেন। সিএনজি ও অটোবাইক সংগঠনের নেতৃবৃন্দ ও চালকদের নিয়ে অটোরিকশা অটোবাইক সিএনজি চুরি ও প্রতারনা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এভাবে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করে যাচ্ছেন।
চাপড়ী বহুমুখী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শফিকুল ইসলাম সবুজ বলেন, তাদের প্রতিষ্ঠানে মধুপুর থানার ওসি শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং বাল্য বিবাহসহ নানা বিষয় নিয়ে সচেতনতা মূলক সভা করেছে। এতে আগামী দিনগুলোতে শিক্ষার্থীরা এর সুফল পাবে বলে মন্তব্য করেন। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, সকলের সহযোগিতা নিয়ে একটি শান্তি প্রিয় বাসযোগ্য মধুপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। আর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

১৮৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *