
স্টাফ রিপোর্টার,ঘাটাইল ॥
টাঙ্গাইলের ঘাটাইলে নরীদের জরায়ুমুখে ক্যন্সার প্রতিরোধে এইচপিভি টিকা কার্যক্রম সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী। সভায় জানানো হয় প্রাথমিক পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের এ টিকাদান কর্মসূচির আওতায় রাখা হয়েছে। সেক্ষেত্রে ছাত্রীদের অভিভাবকে এ বিষয়ে সচেতন ও আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সরকারের এ কার্যক্রমকে সফল করতে সচেতনতা সৃষ্টি, প্রচারনা কেন্দ্র স্থাপন বিষয়েও আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু নায়িম মোহাম্মদ সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও কমিটির অন্যন্যা সদস্যরা উপস্থিত ছিলেন।