স্টাফ রিপোর্টার ॥
অসুস্থ্য খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশী বাঁধার মুখে পড়ে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৯ অক্টোবর) দুপুরে পৌর শহরের শান্তিকুঞ্জ এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিলে বাঁধা দেয় পুলিশ। এর আগে শহরের ভাসানী হলের সামনে নেতাকর্মীরা জড়ো হয়। কিন্তু সেখানে পুলিশ বাঁধা দিলে বিএনপির নেতাকর্মীরা বেপারীপাড়া এলাকায় গিয়ে সমাবেত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফকির মাহাবুব আনাম স্বপন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফকির মাহাবুব আনাম স্বপন জানান, বিএনপির বিক্ষোভ মিছিলটি বেপারীপাড়া হতে শহরের দিকে যাওয়ার সময় পুলিশ বাঁধা প্রদান করে। আমরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, সংসদ বিলুপ্ত ও একদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ করতে দেয়নি। পরে সংক্ষিপ্ত সমাবেশে করা হয় শান্তিকুঞ্জ এলাকায়।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।