
সোহেল রানা, কালিহাতী ॥
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১৯৩টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা করেছে কালিহাতী থানা পুলিশ। বুধবার (১১ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার আয়োজনে থানা প্রাঙ্গনে ওসি মোহাম্মদ কামরুল ফারুকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী সার্কেলের সিনিয়র এএসপি শরিফুল হক, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র মোহাম্মদ নুর-এ আলম সিদ্দিকী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ সেন ও যুগ্ম সম্পাদক দাস পবিত্র প্রমুখ। এ সময় গণমাধ্যম কর্মী ও উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন বলেন, বাঙালির হাজার বছরের সংস্কৃতির নির্যাস হলো- ধর্মনিরপেক্ষতা বা ধর্মীয় সম্প্রীতি। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, পবিত্র সংবিধান-সর্বত্রই ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও একটি কথা বারবার বলেন-ধর্ম যার যার, উৎসব সবার। অতএব, সকলে মিলে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা সুষ্ঠু ভাবে আসন্ন শারদীয় দূর্গা পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।