সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার ১২ ঘন্টা পার হতে না হতেই আবার বালু বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইটি বাল্কহেডের মালামাল জব্দ করে কালিহাতি উপজেলা প্রশাসন।
জানা যায়, উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন এলেংজানী নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ বাল্কহেড দিয়ে বালু উত্তোলন করে বালু বিক্রির মহোৎসব চলছে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৪ লেন এর কাজ চলমান রয়েছে সেখানেই মাটির এমনিতেই স্বল্পতা রয়েছে তারপরেও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি লাখ লাখ ফিট মাটির স্তুপ করে রেখে বিক্রি করছে। আরও জানা যায়, কালিহাতী উপজেলার ধলা টেংগর প্রকাশ খালেপাড়া গ্রামের অসিম উদ্দিন, লেবু মিয়া ও উপজেলার কয়েকজন নামধারী কতিপয় সাংবাদিকসহ বালু খেকোরা প্রভাবশালী হওয়ায় নদীর দু’পাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না। দীর্ঘদিন যাবৎ নদী থেকে বাল্কহেড দিয়ে বালু উত্তোলন পূর্বক স্তুপ করে বিক্রি করে দেদারছে এ অবৈধ ব্যবসা পরিচালনা করছেন।
স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে ওই সময় বা দু’-একদিন বালু উত্তোলন বন্ধ রাখা হয় এবং সুযোগ বুঝে তা পুণরায় চালু করা হয়। স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে টাঙ্গাইল নিউজকে বলেন, মহাসড়কে উন্নয়নের কাজ চলমান রয়েছে। ওই জায়গাতেই বালির স্বল্পতা রয়েছে। এভাবে যদি বালু উত্তোলন করে বাইরে বিক্রি করা হয় তাহলে নদীর পাড়ের ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনকে বলবো উত্তোলনকৃত বালু জব্দ করে অকসনের মাধ্যমে বিক্রি করা উচিত।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন টাঙ্গাইল নিউজকে বলেন, মঙ্গলবার (১০ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আবারও যদি বালু বিক্রি শুরু করে থাকে, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিহাতীতে প্রশাসনের অভিযানের ১২ ঘন্টা যেতে না যেতেই আবারও বালু বিক্রি শুরু
১৭৭ Views