বাসাইল প্রতিনিধি ॥
‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী (১৫ অক্টোবর) থেকে (২ নভেম্বর) পর্যন্ত বাসাইল উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বক্তব্য বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমন নাহার নাজু প্রমুখ।
বাসাইলে এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৩৫ Views