মাভাবিপ্রবিতে একাডেমিক জিনিয়াস এ্যাওয়ার্ড পদক-২০২৩ প্রদান

টাঙ্গাইল শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি (ইঞ্জি.)/ বিএসসি(অনার্স)/ বিবিএ, বিএসএস (অনার্স)/ বি ফার্ম পর্যায়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক জিনিয়াস এ্যাওয়ার্ড (পদক)-২০২৩ প্রদান করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২ তলায় সেমিনার কক্ষে বিভিন্ন বিভাগের ৭৯ জন শিক্ষার্থীর মাঝে এই এ্যাওয়ার্ড (পদক) প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

১৭৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *