
স্টাফ রিপোর্টার, ঘাটাইল ॥
টাঙ্গাইলের ঘাটাইলে এক পথচারীর কুড়িয়ে পাওয়া ব্যাগে মিলেছে ২ কেজি গাঁজা। ঘটনাটি ঘটেছে উপজেলার সাগরদিঘী এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের পরিদর্শক মোহাম্মদ দুলাল আকন্দ। গাঁজার ব্যাগ কুড়িয়ে পাওয়া ওই পথিকের নাম হাসান আলী। তার বাড়ি ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের শোলাকুড়া গ্রামে।
হাসান আলী জানান, বুধবার (১১ অক্টোবর) রাতে সাগরদিঘী-সখিপুর আঞ্চলিক সড়কে সাগরদিঘী তেলের পাম্পের পাশে ব্যাগটি পরে থাকতে দেখতে পান। ওই সময় আশে পাশে কোন লোকজন না থাকায় তিনি ওই ব্যাগটি বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে বুঝতে পারেন ব্যাগটি গাঁজা রয়েছে। পরে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে কুড়িয়ে পাওয়া ব্যগটি স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সেখানে চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করেন।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ জানান, সড়ক থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগে ২ কেজি ৩৩ গ্রাম গাঁজা ছিল। আমরা গাঁজা সহ ব্যাগটি জব্দ করে ঘাটাইল থানায় পাঠিয়েছি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।