
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ৩৫ বিজিবি জামালপুর এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ, র্যাবসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।