
নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক লীগ নাগরপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন শ্রমিক লীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভার পূর্বে বিশাল একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, ত্রাণ ও সমাজ কল্যাল বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলার শাখার সভাপতি সাইদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক ঠান্ডু মিয়া প্রমূখ। এ সময় শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।