হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ১১ টায় মধুপুর থানা প্রাঙ্গণে মতবিনিময় সভায় মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর পৌরসভার মেয়র ছিদ্দিক হোসেন খান, সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, মধুপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস, সাধারণ সম্পাদক সাধন কুমার মজুমদার, মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম শহীদ, পূজা উদযাপন কমিটির সদস্য অলক কুমার চৌধুরী স্বপন প্রমুখ।
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মধুপুরে নির্বিঘ্নে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।