কালিহাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

কালিহাতী টাঙ্গাইল

কালিহাতী প্রতিনিধি ॥
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারেক বিন ইমদাত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সুকুমার দত্ত প্রমুখ।
এ সময় কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়। এতে অংশগ্রহণ করেন ফায়ার সার্ভিস সদস্য ও উপস্থিত শিক্ষার্থীরা।

২৭৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *