
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার মগড়ায় মুরাদ সিদ্দিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার কুইজবাড়ী বাজারে সভাটি হয়।স্থানীয় আব্দুল কদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুরাদ সিদ্দিকী বলেন, টাঙ্গাইল সদরের মানুষই আমার ভরসা। তাদের ভালবাসা ও সহযোগিতায় আমি টিকে আছি। আমি আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ যদি মনোনয়ন দেন তাহলে নির্বাচন করবো। না দিলে তিনি যে সিদ্ধান্ত দিবেন সেভাবেই কাজ করবো।
মুরাদ সিদ্দিকী আরো বলেন, আমি সারাজীবন আওয়ামী লীগ করবো। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাইরে আমার কোন চিন্তা নেই। সভায় আরো বক্তব্য দেন যুবনেতা জাহাঙ্গীর আলম, জাহিদ হাসাান ও উজ্জ্বল হোসেন প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন রমজান আলী। এর আগে মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৫ সদর আসন থেকে এমপি পদে নির্বাচন করেন।