স্টাফ রিপোর্টার॥
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব একটি জাতির রূপকার’ এর প্রদর্শনী টাঙ্গাইলে শুরু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) পৌর শহরের সিডিসি ক্লাবের বড় পর্দায় বাণ্যিজিকভাবে এ চলচ্চিত্রের উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম প্রদর্শনীতেই বিপুল সংখ্যক দর্শক চলচ্চিত্রটি উপভোগ করেন। এই চলচ্চিত্রটি নির্মাণ করায় বাংলাদেশ ও ভারত সরকারকে ধন্যবাদ জানান দর্শকরা।
দর্শকরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখলে আমরা বঙ্গবন্ধু, তার পরিবার ও রাজনৈতিক জীবন সম্পর্কে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানতে পারলাম।
টাঙ্গাইলে ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু
২৭৪ Views