ঘাটাইলে দুর্গাপূজার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ঘাটাইল টাঙ্গাইল

ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূর্জা যথাযথভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রস্তুতি সভা করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুর রশীদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধীর চন্দ্র সাহাসহ সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের পাশাপাশি নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এবার এই উপজেলার ১টি পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে মোট ৮১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

২৫০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *