হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) মধুপুর উপজেলা পরিষদ হল রুমে প্রশাসনের আয়োজনের অনুষ্ঠিত মত বিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, ব্যবসায়ী প্রতিনিধি সালাহ উদ্দিন সেলিম, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মীসহ অন্যান্যরা।
মত বিনিময় সভায় মধুপুরের দ্রব্য মূল্যের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে গুরুত্ব আরোপ করা হয়। পেয়াজ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ না করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যবসায়ীরা তাদের বক্তব্য তোলে ধরেন। সভায় অহেতুক বাজার মূল্য না বাড়িয়ে সঠিক দামে দ্রব্য সামগ্রী বিক্রি করা ও দোকানে মূল্য তালিকা টানানোর বিষয়েও আলোচনা করা হয়। নৈতিকতা নিয়ে ব্যবসা করলে ভোক্তারা ঠকবে না। ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে। বাজার মনিটরিং ও বনিক সমিতির নেতৃবৃন্দে তদারকির দাবি জানান ভোক্তারা। সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।