
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে তরুনদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। ‘তারুণ্যে ভরপুর, ডিজিটাল মির্জাপুর’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (১৪ অক্টোবর) বিকেলে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক, ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে তরুনদের সঙ্গে আলোচনায় অংশ নেন ইউটিউবার সোলায়মান সুখন ও সাকিব রায়হান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন ও সদস্য শাহীন আলম, মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসরাম খান, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহ¯্রাধিক তরুণ-তরুণী উপস্থিত ছিলেন।