মির্জাপুরে উপপরিদর্শকদের ২০তম ডিসি কোর্সের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে উপপরিদর্শকদের (নিরস্ত্র) বাধ্যতামূলক ইন-সার্ভিস প্রশিক্ষণ ডিসি কোর্সের ২০তম সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে আটটায় মির্জাপুরের মহেড়াতে অবস্থিত টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে এই সমাপনী কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি নজরুল ইসলাম এনডিসি। এ সময় অন্যদের মধ্যে পুলিশ নারী কল্যাণের সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা রোকসানা নুপুর, পিটিসি’র ডেপুটি কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম, পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী ও টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত ছিলেন। সমাপনী কুচকাওয়াজে ৬২৩ জন বিভাগীয় ক্যাডেট উপপরিদর্শক (নিরস্ত্র) প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।
প্রধান অতিথি কমান্ড্যান্ট ডিআইজি নজরুল ইসলাম এনডিসি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধে শাহাদৎ বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সততা নিষ্ঠা ও একাগ্রতার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পরে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন।

 

 

 

 

১২২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *