বাসাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের বাসাইলে জরায়ুক্যান্সার প্রতিরোধে কিশোরীদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া প্রমুখ। রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২৮টি বিদ্যালয়ের টিকাদান একযোগে শুরু হয়।
১৪৩ Views