
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে প্রথমবারের মতো জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের বিনামুল্যে এইচপিডি টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এ টিকা কার্যক্রমে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ১ লাখ ৮৬ হাজার ৬৭২ জন কিশোরীকে টিকা দেয়া হবে। টিকা নিতে প্রথমে অনলাইন নিবন্ধন করতে হবে। এরপর টিকা নিতে হবে। টাঙ্গাইল জেলায় ১১৫টি ইউনিয়ন ও ৩৬৯ টি পৌরসভার ওয়ার্ডে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে। এর মধ্যে ৫ম শ্রেণির ৪৫ হাজার ৪৮৪ জন, ৬ষ্ঠ শ্রেনির ৩৮ হাজার ৩৮১ জন, ৭ম শ্রেনির ৩৫ হাজার ২৮৫ জন, ৮ম শ্রেনির ৩৩ হাজার ৯৭২ জন ও ৯ম শ্রেনির ৩৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা দেয়া হবে।