নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে আলহাজ্ব মকবুল হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রবিবার (১৫ অক্টোবর) সকালে যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আলহাজ্ব মকবুল হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপির কন্যা আলিছা ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শাকিল, আবু বকর সিদ্দিক, শওকত আলী। এ সময় উপজেলার ক্রীড়ামোদীসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নাগরপুরে মকবুল হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
২০৫ Views