ঘাটাইল প্রতিনিধি ॥
“পরিষ্কার হাত নাগালের মধ্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলের আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৫ অক্টোবর) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল সিডিপির মেডিক্যাল অফিসার ডা. আরিফুল ইসলাম, এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঘাটাইল সিডিপির হেলথ অফিসার আব্দুল্লাহ আল কাফি।