কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীর নিউ ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে প্রভাবশালীরা। এতে করে স্থানীয় বসতবাড়ীসহ স্থাপনা হুমকির মুখে রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে অবগত করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের কয়েক ঘন্টা পরেই আবার অবৈধ বালু উত্তোলন ও বিক্রি শুরু হয়।
এ বিষয়ে সোমবার (১৬ অক্টোবর) কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকার নিউ ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন সাব্বির আহমেদ আব্বাসী নামের এক সংবাদকর্মী ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, নিউ ধলেশ্বরী নদীর ভাবলা হাকিমপুর এলাকায় ধলাটেংগর গ্রামের অসিম উদ্দিন ও তার সহযোগীরা প্রভাব খাটিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এই বালু খেকোরা এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু সড়কটি চাললেনে উন্নতি করার নামে বাইরে বিক্রি করছে। অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় নদীর পাশের ঘরবাড়ী, স্কুল, ফসলি জমিসহ বিস্তীর্ন এলাকা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রতিবাদে এলাকাবাসীর পক্ষে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে লিখিত অভিযোগ
১৯৮ Views