
কালিহাতী প্রতিনিধি ॥
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং কমিটি এবং ব্যবসায়ীদের সমন্বয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কালিহাতী পৌরসভা ও কালিহাতী দৈনিক কাঁচা বাজার বণিক সমিতির আয়োজনে বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর অজয় কুমার দে সরকার লিটন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, কালিহাতী দৈনিক কাঁচা বাজার বণিক সমিতির সভাপতি রাজীব শেখ, কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন মিয়া ও ব্যবস্যায়ী ফরহাদ আলী প্রমুখ।
এ সময় কালিহাতী পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানাসহ পৌরসভার সকল কাউন্সিলর ও কালিহাতী দৈনিক কাঁচা বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত বিশেষ সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলাম।