দেলদুয়ার উপজেলা কৃষি অফিসারের বিদায় সংবর্ধনা

কৃষি টাঙ্গাইল দেলদুয়ার

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শোয়েব মাহমুদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সোমবার (১৬ অক্টাবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ হল রুমে এ অনুষ্ঠান হয়। কৃষি সম্প্রসারণ অফিসার আফসানা ইয়াসমিন সুইটির সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন, টাঙ্গাইল হর্টিকালচার সেন্টার, ফলবাগানের উদ্যানতত্ত্ববিদ মঞ্জুরুল ইসলাম, বাসাইলের কৃষি সম্প্রসারণ অফিসার শফিকুল ইসলাম, দেলদুয়ারের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু ইসাহাক সিদ্দিকী।
এ সময় বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা ডিকেআইবির সভাপতি উপ-সহকারি কৃষি অফিসার জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপ-সহকারি কৃষি অফিসার আনিসুজ্জামান আনিস, রাজিবুল হাসান মল্লিক, মাইনুল হাসান, দেলোয়ার হোসেন, জাকিয়া সুলতানা, অফিস স্টাফ মনিরুল ইসলাম খান মনির, তালাল আহমেদ অপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার ফারহানুল কবির।
উল্লেখ্য, কৃষিবিদ শোয়েব মাহমুদ উপজেলা কৃষি অফিসার থেকে গত ৯ অক্টোবর পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পরিচালক হয়েছেন। তাঁর বর্তমান কর্মস্থল টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীতে ।

 

২৭৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *