স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের আয়োজনে “Contemporary Environmental Issues: Bangladesh and Global Concerns” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন থাইল্যান্ডের এশিয়ান ইনিস্টিউট অব টেকনোলজি এর ইমেরিটাস প্রফেসর ড. এ টি এম নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন এবং সভাপতিত্ব করেন ইএসআরএম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. উমর ফারুক। সেমিনারে ইএসআরএম বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।