
স্টাফ রিপোর্টার ॥
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ও নিজেকে প্রার্থীতা জানান দিয়ে জনগনের কাছে যাচ্ছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। এরই ধারাবাহিকতায় তিনি রবিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ১নং ওয়ার্ডের তরফপুর এবং ৮নং ওয়ার্ডের আগধল্যা এলাকায় পৃথকভাবে উঠান বৈঠক ও আলোচনা সভা করেন। এসব অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নকে বেগবান করতে এ সময় তিনি উপস্থিত জনগনের দোয়া ও সহযোগিতা চান।
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহীন আলম, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ আলী, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর বেলায়েত হোসেন মন্টু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল সিকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আশীষ কর্মকার, তরফপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তফা মিয়া, ।
জামুর্কী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আগধল্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ইলিয়াস আহমেদ, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম জরিপ, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহীন আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি হূমায়ন তালুকদার, জামুর্কী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চৌধুরী সিজার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ফয়সাল সিকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশীষ কর্মকার প্রমুখ।