স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ২ মোটরসাইকেল ছিনতাইকারীকে গ্রেফতার করে ও ২ মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। রবিবার (১৫ অক্টোবর) ভোর সকালে নাগরপুর উপজেলার পাচতারা (পূর্ব পাড়া) এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মোটরসাইকেল ছিনতাইকারীরা হলেন- আলামিন (২৬), পিতা-মৃত আব্দুল জলিল, টাঙ্গাইল সদরের থানাপাড়া (বুখারী মসজিদ), একই এলাকার জাহাঙ্গীর মিয়া (৩০), পিতা-মৃত ফজললু হক।
প্রেসবিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, বিগত (২৯ সেপ্টেম্বর) ভোর সকালে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস ফ্লাইওভারের উপরে উত্তরবঙ্গগামী লেনে একজনের মোটরসাইকেলের গতিরোধ করে অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারীদের হাতে থাকা চাপাতি, চাকু দিয়ে মোটরসাইকেল চালকের হেলমেট এবং পায়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরত্ব জখম ও আহত করে তার নিকট মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় গত (২ অক্টোবর) মামলা রুজু হয়। উক্ত ছিনতাই মামলার ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এর সার্বিক তত্ত্বাবধানে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য ডিবির (দক্ষিণ) একটি টিম নিরন্তর প্রচেষ্টা চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে এবং ছিনতাইয়ের সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে।
ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। পরে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।