মধুপুরে অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সহকারি সচিব

টাঙ্গাইল মধুপুর শিক্ষা

মধুপুর প্রতিনিধি ।।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করে গেলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সহকারি সচিব মরিয়ম বেগম। ১৫ অক্টোবর রবিবার দুপুরে লাল মাটির পাহাড়িয়া এলাকার বোকারবাইদ গ্রামে নিভৃত পল্লীতে গড়ে উঠা এ প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া নাসরিন রুমি জানান, বিদ্যালয়টি ২০১৬ সালে প্রতিষ্ঠিত। ২০২০ সালে স্বীকৃতির আবেদন করার পরিপ্রেক্ষিতে পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে এ প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক বাংলাদেশ-দুবাই ভলিবল টুর্নামেন্টের ৩য় স্থান অর্জনকারী ০২ ছাত্র ও প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ¯হান অর্জন করার খোঁজ খবর নেন এবং বিদ্যালয়ের প্রশংসা করেন।
স্পেশাল অলিম্পিক বাংলাদেশ আয়োজিত বিশ্বের ৫ দেশের অংশ গ্রহনে সাউদ এশিয়ান ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ০২ জন ছাত্র নৃত্যে অংশ গ্রহন করবে শুনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রশংসা করেন।
এ সময় মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ইসমাইল হোসেন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা, সুইড বাংলাদেশ আউশনারা শাখার পরিচালনা পরিষদের সহ-সভাপতি আউশনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, আউশনারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদিন মিলন, কল্যান ও পূনর্বাসন সম্পাদক ফারক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সুজন পারভেজ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া নাসরিন রুমিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে বিদ্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচছা জানান প্রধান শিক্ষিকা রাবেয়া নাসরিন রুমি।
পরে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথেও কথা বলেন।

 

 

১৩২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *