মধুপুরে শেখ কামাল আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

টাঙ্গাইল টাঙ্গাইল স্পেশাল তথ্য ও প্রযুক্তি মধুপুর লিড নিউজ

হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভার্চ্যুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ অক্টোবর) সকালে সারা দেশের অন্যান্য স্থানের ন্যায় টাঙ্গাইলের মধুপুরের পৌরসভার চাড়ালজানি মনোরম পরিবেশে এ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে মধুপুর পৌরসভার চাড়ালজানি এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মনি, শিক্ষক ফোরামের আহবায়ক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, হাবিবুর রহমান হবি, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ শিক্ষক, সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মধুপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টাঙ্গাইল- ১ (মধুপুর-ধনবাড়ি) আসনের সংসদ সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মধুপুরবাসী।

 

 

৪১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *