গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে খলিল মন্ডল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কুমুল্লী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের আঃ খালেকের ছেলে।
জানা যায়, নিহত খলিল কৃষিকাজ করতে সকালে বাড়ি থেকে বের হয়ে মাঠে যায়। দুপুরের দিকে ক্লান্ত শরীরে সে একটি সেচপাম্প ঘরের পাশে ছায়ায় গিয়ে বসে। কিছুক্ষণ পর ওই ঘরের টিনের বেড়ার সাথে গা লাগিয়ে হেলান দেওয়ার সাথে সাথে তার শরীর বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৩১ Views