স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার দোহিত্রী এবং প্রাক্তন রাষ্ট্রদূত ও অবসরপ্রাপ্ত সচিব এম আনোয়ার হাসিম এর সহধর্মিনী রঞ্জু হাসিম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২ টার দিকে ঢাকায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। দাদুর আদর্শে বিশ্বাসী রঞ্জু হাসেম কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মির্জাপুর উপজেলা সদরে কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে কুমুদিনী পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
জানা যায়, তিনি ১৯৪৩ সালে ১৭ অক্টোবর জন্মগ্রহণ করেন। রঞ্জু হাসিম ভারতের কালিং পং এবং ঢাকার হলিক্রস কলেজ থেকে শিক্ষা লাভ করেন। ১৯৬৫ সালে স্নাতক এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। মুক্তিযুদ্ধের পর দেশে ফিরে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।
রঞ্জু হাসিম তাঁর স্বামী কুটনীতিবিদ আনোয়ার হাসেমের সাথে তিন দশক বিদেশে কাটান। এ সময়ে তিনি জাতিসংঘ এবং কমনওয়েলথ এর কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কার্য উপলক্ষে তিনি যে সব দেশে ছিলেন সেখানে ইংরেজী ভাষা ও সাহিত্য বিষয়ে শিক্ষকতা করেন। শুরু থেকেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আনোয়ার হাসেমকে সর্বাত্বক সহযোগীতা করেন।