সোহেল রানা, কালিহাতী ॥
শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ১৯২টি পূজা মন্ডপ সমূহের অনুকূলে সরকারি অনুদান জিআর ৯৬ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে জিআর চালের অনুদানের ডিও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেষ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক পরিতোষ সেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দাস পবিত্র। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।