মধুপুরে সাউথ এশিয়া রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
“প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়- গাছ লাাগান, জীবন ও পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) টাঙ্গাইল জেলা শাখা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।
এ সময় তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায় এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যে কোন ফল গাছ আমাদের খাদ্য ও পুষ্টি জোগায়। তাই সুস্থ, সুন্দর, স্বাস্থ্যবান জীবন ও নির্মল পরিবেশ নিশ্চিত করতে হলে আমাদের চারপাশে অধিক হারে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করতে হবে। সেই লক্ষ্যে তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরে তিনি উপজেলা প্রাঙ্গনে একটি আম গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সোলায়মান হোসেনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্র নাথ, মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম শহীদ, প্রভাষক মনিরুজ্জামান আকাশ, সুব্রত কর্মকার, আশরাফুল ইসলাম মারুফ, মেহেদী হাসান লাবন, সাদিকুল ইসলাম সিয়াম, হোজাইফা খান, হাসনাত মুনতাসীর, সারোয়ার জাহান, আতাউর রহমান, আবিদ আল সামী, মোস্তাফিজুর রহমান, গালিব রেদওয়ান মারুফ, পার্থ রবি দাশ, সুব্রত সরকার শুভ, হাসিন সাদাব, খন্দকার নাফিউল জাদীদ, আফজাল হোসেন সহ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মধুপুর সরকারী কলেজের শিক্ষার্থীবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পালন করায় জেলা শাখা ক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও মহাসচিব সাংবাদিক নুর মোহাম্মদ।

১৩৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *