
গোপালপুর সংবাদদাতা ॥
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নে ৫৬টি দুর্গা মন্দিরে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা শ্রী শ্রী আনন্দময়ী নাট মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে পূজামন্ডপের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা শেষে সংশ্লিষ্টদের হাতে এ অনুদানের অর্থ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্মরণ দত্ত, গোপালপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর রেজাউল হক, ভূঞাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, নিকরাইল ইউনিয়নে আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মালেক তালুকদার, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গোপালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রহমান বিমান, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পদক আঃ সালাম মন্ডল, ভূঞাপুর পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পদক ইমরান সরকার, ভূঞাপুর ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হৃদয় মন্ডল ও গোপালপুর ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।