ষষ্ঠী পূজার মধ্যদিয়ে টাঙ্গাইলে শারদীয় দূর্গোৎসবের শুরু

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ।।
আজ শুত্রবার (২০ অক্টোবর) দেবী দূর্গার ষষ্ঠী পূজা। শ্রী শ্রী দুর্গাদেবীর অকাল বোধন। টাঙ্গাইলের সকল মন্ডপে সকালে কল্পারম্ভ এবং দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শারদীয় দূর্গোৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হয়। এদিন সকাল থেকে চন্ডিপাঠে মুখরিত থাকে সকল মণ্ডপ এলাকা।
এদিকে পূজাকে আনন্দমুখর করে তুলতে সারা টাঙ্গাইল জুড়ে বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মন্ডপ। টাঙ্গাইলে এবছর এক হাজার ২৮৪ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।   প্রতিটি পূজা মন্ডপ কমিটির সেচ্ছাসেবকের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মন্ডপে মন্ডপে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

হিন্দু পুরাণ মতে দুর্গাপূজার সঠিক সময় হলো বসন্তকাল কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র, রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বসন্তকাল পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবীকে অসময়ে জাগ্রত করে পূজা করেন। সেই থেকে অকাল বোধন হওয়া সত্ত্বেও শরত কালে দুর্গাপূজা প্রচলিত হয়ে যায় । দুর্গা শব্দের অর্থ হলো ব্যূহ বা আবদ্ধ স্থান। যা কিছু দুঃখ-কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন- বাধাবিঘ্ন, ভয় দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রণা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকাররা দুর্গার নামে অন্য একটি অর্থ করেছেন। দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন।

১৪৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *