স্টাফ রিপোর্টার, নাগরপুর।।
টাঙ্গাইলের নাগরপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ মাঠে এ ব্রিফিং দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা রুবি আক্তার। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে নাগরপুর উপজেলায় ১৩৩টি পূজা মন্ডপে ৮১২ জন আনসার নিরাপত্তায় থাকবেন। নারী আনসার ২৬৬ জন ও পুরুষ ৫৪৬ জন এবং পাশাপাশি পুলিশ র্যাব টহল করবেন। এসময় উপজেলার আনসার সদস্য/সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা রুবি আক্তার টাঙ্গাইল নিউজকে বলেন, পূজায় কোন রকম সমস্যা যেন না হয়। আপনারা ঠিক মত দায়িত্ব পালন করবেন। কাউকে সন্ধেহ হলে সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতাকে ফোনে জানাবেন।
নাগরপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ব্রিফিং
১৩১ Views