স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইলের প্রত্যন্ত চরাঞ্চলে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সম্মাননা দিয়েছে মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের “খাঁস কাকুয়া উচ্চ বিদ্যালয়ে’র প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুস সবুর মাস্টারের নামে প্রতিষ্ঠিত সংগঠনের পক্ষ থেকে ওই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা দেয়া হয় বৃহস্পতিবার (১৯ অক্টোবর)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ শাহ আলম কবির। এরপর এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাঁস কাকুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ মোঃ শাহাদৎ হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী, মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব শাহনাজ বেগম (লাইজু), অতিরিক্ত মহাসচিব মোঃ ফিরোজ আহমেদ, যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ শাহ আলম, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান, প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মোল্লা, সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম, ইউপি সদস্য কামাল মোল্লা, আব্দুল হাই, মোঃ মনজুরুল হক, মোঃ ফারুক মোল্লা, আমিরুল ইসলাম ও মোঃ সোলায়মান ‘সহ আরো অনেকেই।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক ইমন সরকার ও রিপন মিয়া।
আয়োজকগণ বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কল্যানে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। প্রথমবারের মতো এই আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। সত্যি এ এক অন্য রকম অনুভুতি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাই জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাহলে জাতি হবে শিক্ষিত, দেশ হবে সমৃদ্ধ।