
নাগরপুর প্রতিনিধি ॥
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মহাউৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে ১৩৩টি পুজামন্ডপে জাকজমকপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলা সদরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার, পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ সাহা রামাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।