স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে রেজাউল করিম যোগদান করেছেন। ৯৮ ব্যাচে তিনি উপ-পরিদর্শক পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। রেজাউল করিম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মমরেজপুর গ্রামের মরহুম মফিজ উদ্দিন মাস্টারের ছেলে।
রেজাউল করিম সদ্য বিদায়ী অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের স্থলাভিষিক্ত হয়ে গতকাল শুক্রবার (২০ অক্টোবর) মির্জাপুর থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি টাঙ্গাইলের সখীপুর থানায় কর্মরত ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জনক। নবাগত অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।