সখীপুরে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার

আইন আদালত টাঙ্গাইল লিড নিউজ সখিপুর

মোস্তফা কামাল, সখীপুর ॥
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে অর্থ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সকাল ৯ টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি ঢাকা থেকে তার ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। তাঁর বাড়ি সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের পলাশতলী গ্রামে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান টাঙ্গাইল নিউজবিডিকে জানান, জাতীয় পার্টির এই নেতা কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে দু’টি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওসি আরও জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়। মামলা দুটিই ঢাকার আদালতে করা। ওই দুই মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সখীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, গাজীপুরে তার জায়গায় আছে। জমি সংক্রান্ত বিষয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত গাড়িতে করে তিনি সখীপুরে আসছিলেন। রাস্তায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ বলে তার নামে ওয়ারেন্ট আছে। এই মামলা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, কাজী আশরাফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দুইবার টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সখীপুর উপজেলা থেকে উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

১৩৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *