
সোহেল রানা, কালিহাতী ॥
এক সময় যমুনা সেতু পার হলে শুনতাম লতিফ সিদ্দিকীর ঘাটি কালিহাতীর মাটি, সেই লতিফ সিদ্দিকী যখন আমাদের নবীকে নিয়ে কটুক্তি করেছে তারপর থেকে তাকে বাংলাদেশ ও কালিহাতীর মানুষ বয়কট করেছে বলে মন্তব্য করেছে টাঙ্গাইলের বেবিস্ট্যান্ড মাদরাসার সহকারী শিক্ষক মুফতি আহমাদুল্লাহ। তিনি আরও বলেন, এই লতিফ সিদ্দিকীকে কালিহাতীর মানুষ আপনারা বয়কট করেন। না হলে সেই ফিলিস্থিনের মতো কালিহাতীর মানুষদেরকেও মারা শুরু করবে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সীরাতুন্নবী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় কালিহাতী উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি হাফেজ শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কালিহাতী উপজেলা ক্বওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, ডাবাইল গোহাইল বাড়ি মাদরাসার মুহতামীম মওলানা রশীদ প্রমুখ।
এ সময় ফিলিস্তিনের মুসলমানের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্যান্যরা বক্তব্য রাখেন।