
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর লৌহজং নদী পার হওয়ার সময় ডিঙ্গি নৌকা থেকে পড়ে সাইফুল ইসলাম ভুটকু (৩৫) নামে এক আনসার সদস্য নিখোঁজ রয়েছে। রবিবার (২২ অক্টোবর) ভোর চারটার দিকে মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির মন্ডপে ডিউটি শেষে কুমুদিনীর ডিঙি নৌকায় পার হওয়ার সময় তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে নদীর বিভিন্ন স্থানে উদ্ধার কাজ চালাচ্ছেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিস সুপার এস এম মনসুর মুসা, আনসার বাহিনীর টাঙ্গাইলের জেলা কমান্ডার ইব্রাহীম খলিল, থানার অফিসার্স ইনচার্জ রেজাউল করিম, উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
নিখোঁজ আনসার সদস্য সাইফুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য ডুমুরপাড়া গ্রামের হেলাল উদ্দিন ওরফে লাল মিয়া মাস্টারের ছেলে। সে গত (১০ জানুয়ারি) কুমুদিনী কমপ্লেক্সে যোগদান করেন বলে কুমুদিনী হাসপাতালে কর্মরত আনসার বাহিনীর কমান্ডার শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
সহকর্মী সোলায়মান কবির জানান, রাত চারটার দিকে তারা দুজনে ডিউটি শেষে অন্য সহকর্মীদের কাছে অস্ত্র জমা দিয়ে লৌহজং নদীর দক্ষিণপার হতে ডিঙ্গি নৌকায় রশি টেনে পার হচ্ছিলেন। নদীতে ¯্রােত থাকায় সাইফুলের হাত থেকে রশিটি ছিটকে যায়। এসময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সাইফুল নৌকা থেকে নদীতে পড়ে। নৌকাটি রশিতে বাঁধা থাকায় তিনি উদ্ধার কাজ চালাতে পারেননি বলে জানান।
মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, টাঙ্গাইলের একটি ডুবুরিদল নদীর বিভিন্ন স্থানে উদ্ধার কাজ চলমান রেখেছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন জানান, নদীতে ¯্রােত রয়েছে। এজন্য উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে। তবে ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানান।