
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে গুড নেইবারস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ অক্টোবর) উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়াজানী সেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে সিডিপি প্রাঙ্গণে গুডনেইবারস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাছনা বেগমের সভাপতিত্বে ও কো অপারেটিভ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার ওয়াজেদ আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির সরকার, দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাত আলী খান, গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন প্রমুখ।
অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র ও নিরিক্ষা প্রতিবেদন পর্যালোচনা, ২০২২-২৩ আর্থিক বৎসরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা, নতুন লোন আইটেম, লভ্যাংশ ও মুনাফা বিতরণ, সফটওয়ার কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করা হয়। বিগত ২০১২ সালে প্রতিষ্ঠিত গুড নেইবারস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১১০৮ জন সদস্যের মধ্যে ৬৪৪ জনকে ঋন প্রদান করা হয়েছে। সমিতির মূলধন রয়েছে প্রায় ২ কোটি ৯৫ লক্ষ ৬৪ হাজার ৪৯১ টাকা।